আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট মেইনটেইন করে থাকেন তাহলে আজকেই এই পোষ্টটি আপনার বার বার কাজে লাগবে। এই পোষ্টে আমি সবচেয়ে দরকারী প্লাগিন এর কিছু লিষ্ট দিবো যা আপনার প্রতিনিয়ত কাজে লাগবে। আপনি ফ্রিলান্সিং করেন বা ব্লগিং করেন, এই প্লাগিনের লিষ্টটি খুবই কাজে দিবে।
Contents
ওয়ার্ডপ্রেস প্লাগিন কি?
ওয়ার্ডপ্রেস প্লাগিন হলো ওয়ার্ডপ্রেস এ প্রয়োজনমতো ফিচার এড করার একটি উপায়। আপনি যেই থিমই ব্যবহার করেন না কেনো, প্লাগিন ব্যবহার করার মাধ্যমে আপনি সাইটে কিছু নির্দিষ্ট ফাংশন যুক্ত করতে পারবেন কোনো কোড না লিখেই। প্লাগিনের মধ্যেই প্রয়োজনীয় সকল কোড লেখা থাকে। আপনি শুধু প্লাগিন একটিভ করলেই আপনার কাঙ্খিত ফিচারটি এড হয়ে যাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে।
প্লাগিন কত প্রকার
প্লাগিন দুই প্রকার। যথাঃ
ফ্রি প্লাগিনঃ ফ্রি প্লাগিন হলো সম্পূর্ন ফ্রি। আপনি ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকেই এ প্লাগিনগুলি ইনষ্টল করতে পারবেন। ফ্রি প্লাগিন দিয়ে মোটামোটি সব ধরনের কাজই করা যায়।
প্রিমিয়াম প্লাগিনঃ কিছু প্রিমিয়াম প্লাগিন আছে যেগুলো ওয়েবসাইটে কিছু বিশেষ ফিচার যুক্ত করে যা ফ্রি প্লাগিন থেকে একটু বেশি ফংশনাল। বেশি ফংশন যুক্ত করে বলে এই প্লাগিনগুলি প্রিমিয়াম হয়ে থাকে যা টাকা খরচ করে কিনতে হয়ে। আপনার যদি খুব প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি প্রিমিয়াম প্লাগিন কিনে নিতে পারেন।
ওয়ার্ডপ্রেসের কিছু গুরুত্বপূর্ন প্লাগিনসমূহঃ
আমি ব্যক্তিগতভাবে যে সকল প্লাগিন ব্যবহার করে থাকি তার পুরু লিষ্ট আপনাদের দিয়ে দিলাম। আপনিও আপনার কাজের ধরন অনুসারে নিচের প্লাগিনগুলি ব্যবহার করতে পারেন। আশাকরি এই ওয়ার্ডপ্রেস এর প্লাগিনের লিষ্টটি আপনার খুবই কাজে লাগবে।
নিচের প্লাগিনগুলি ব্যবহার করার জন্য আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে প্লাগিন মেনুতে গিয়ে Add New তে ক্লিক করে নিচের নাম দিয়ে সার্চ করে ইনষ্টল করুন। তার পর Activate করুন। আরও বিস্তারিত দেখতে এই ব্লগ পোষ্ট পড়ুন। কিভাবে প্লাগিন ইনষ্টল করতে হয়
প্লাগিনের ব্যবহার ও প্লাগিনের নামঃ
- For SEO ==> Yoast SEO
- For Traffic Monitoring ==> Jetpack
- For Spam comment blocking ==> Akismet
- For WordPress Caching ==> Litespeed Cache
- For Syntax Highlighting ==> SyntaxHighlighter Evolved
- For revision Control in wordrpess ==> WP Revision Control
- For downgrading themes and plugins ==> WP Rollback
- For user ratings ==> KK Start Ratings
- For user and author picture ==> Simple Local Avatars
- For find and replace database ==> Better Search Replace
- For Permanent Redirect ===> Simple Website Redirect
- Mail not sending issue ===> WP Mail SMTP by WPForms
- Scroll to top = WpFront Scroll to top
- For CSS and Javascript Code ==> Wpcode
- For Google Search ===> WP Google Search
- For Recaptcha V2 Support ==> Contact Form 7 – reCaptcha v2
- For Adding ALT Tags automatically in image ==> Auto Image Attributes From Filename With Bulk Updater
- For Table of content ==> Table of Contents Plus
- For Table ===> TablePress
- For Social sharing ==> Social pug
- For Default Featured Image==> Default featured image
- For Fixed widget ==> Q2W3 Fixed Widget for WordPress
- For file download ===> File Manager
- For database reset ===> Wp Reset (For Snapshot), WP Database Reset
- For Affiliate Versus, Specifications for Gutenburg ==> Affiliatex
- For AffiliateX Gutenburg Blog Alternative ==> Greencon
- Another table creating plugin ===> NicheTable by tauhidpro
- For WordPress Product showing in WordPress ==> AAwp, Azonpress
- For Duplicating entire website ===> Duplicator
- For demo import ==> One Click Demo Import
- For duplicating post or page, ==> Duplicate Page
- For export/impor customizer settings ==> Customizer Export/Import
- For Schema Structured Content FAQ ===> Structured Content #wpsc
- Woocommerce Thank you Page > NextMove Lite – Thank You Page for WooCommerce
- Country Based Redirection > IP2Location Redirection
- Redirection and 404 Checker > Redirection
এই হলো আমার নিজের ব্যবহার করা প্লাগিনের লিষ্ট। আপনি আপনার প্রয়োজন অনুসারে এই লিষ্টটি ব্যবহার করতে পারবেন।