গুগল এডসেন্স পেমেন্ট কবে দেয়? এডসেন্স পেমেন্ট নিয়ে বিস্তারিত

(Last Updated On: June 26, 2023)

আপনি যদি গুগল এডসেন্স পেমেন্ট নিয়ে জানতে চান তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য। আপনি পেমেন্ট নিয়ে শুরুতে অনেক দুশ্চিন্তায় থাকেন নিশ্চই। কখন ব্যালেন্সে এড হবে, কখন পাঠাবে, যদি না পাঠায় তাহলে কি হবে, টাকা ব্যাংকে না আসলে কি হবে ইত্যাদি।

আজকের পোষ্টে এ নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিবো। আশাকরি এই পোষ্টটি পড়ার পর থেকে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না।

আরো পড়ুনঃ এডসেন্স কি ও এডসেন্স নিয়ে বিস্তারিত

গুগল এডসেন্স এর পেমেন্ট কিভাবে প্রসেস করা হয়?

এডসেন্স এর পেমেন্ট সাধারনত মাসে একবারই দেওয়া হয়। প্রতি মাসের ২১ তারিখে গত মাসের আয় পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ, এই মাসে আপনি যা আয় করবেন তা পাওয়ার জন্য আপনাকে ২১ দিন অপেক্ষা করতে হবে।

চলুন জেনে নেই কিভাবে পেমেন্ট যোগ করা হয় ব্যালেন্সে। আপনি পুরু একমাস যা আয় করবেন, তা আপনার ব্যালেন্সে প্রতি মাসের ১ তারিখ রাত ৮ টা নাগাদ যুক্ত হয়ে যাবে

৩০ তারিখ রাত ১২ টার পর থেকে ১ তারিখ রাত ৭ টা বা ৮ টা পর্যন্ত আপনার ব্যালেন্স গায়েব হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নাই। এক তারিখেই সাধারনত আপনার ব্যালেন্স যুক্ত হয়ে যাবে।

যখন আপনার ব্যালেন্স যুক্ত হবে তখন আপনি লক্ষ করবেন যে, আপনার ব্যালেন্স থেকে কিছু ডলার কেটে নেওয়া হয়েছে Invalid Activity দেখিয়ে।

অর্থাৎ সাড়া মাস আপনার এডে যত ইনভ্যালিড ক্লিক হবে তা ১ তারিখে ফিল্টার হয়ে ইনভ্যালিড ক্লিক হিসাবে মাইনাস হয়ে যুক্ত হয়ে যাবে। সাধারনত ১ থেকে ৫% ইনভ্যালিড হিসাবে কাটা হয়ে থাকে। এটা সাধারন ব্যাপার।

এখানেই শেষ না, ১ তারিখে ব্যালেন্স মেইন ব্যালেন্সে যুক্ত হবার পরও প্রতি মাসেই সাধারনত ১০ তারিখ পর্যন্ত অবিরত অল্প অল্প ডলার কাটতে থাকে ইনভ্যালিড একটিভিটি দেখিয়ে। যদিও এটা খুবই আল্প পরিমানে হয়ে থাকে। এতে ঘাবড়ানো কিছ ‍ুনাই।

মোটামুটি ১০ তারিখে আপনি যা ব্যালেন্স দেখবেন আপনি আশা করতে পারেন যে, আপনি পরবর্তি ২১ তারিখের পেমেন্টে তা পাবেন। এর পর সাধারনত আর ডলার কাটা হয় না।

আরো এমন পোষ্টঃ গুগল এডসেন্স এর এড লিমিট কি ও কেনো হয়?

এডসেন্স এর মেইন ব্যালেন্স থেকে ডলার কেটে নেওয়া হয় কেনো?

এডসেন্স ২০০ এরও অধিক ফিল্টার ব্যবহার করে ফ্রড বা ইনভ্যালিড ক্লিক বাদ দেওয়ার জন্য। এটার কারনেই যখন রোবট কোনো ক্লিককে ইনভ্যালিড হিসাবে ধরে সেটাকে বাদ দিয়ে দেয়। এমনকি মেইন ব্যালেন্সে যুক্ত হবার পরেও এমনটা ঘটে থাকে।

এডসেন্স পেমেন্ট কবে পাঠায়?

এডসেন্স পেমেন্ট পাঠায় সাধারনত ২১ তারিখে। ২১ তারিখে দুপুর বা সন্ধায় আপনি দেখবেন আপনার ব্যালেন্স পেন্ডিং এ দেখাচ্ছে।

এডসেন্স পেমেন্ট পেন্ডিং থাকলে এমন দেখাবে

পেন্ডিং দেখা মানেই হলো যে, আপনার পেমেন্ট সিষ্টেম থেকে ইনিশিয়েট হয়ে গেছে। এর মানে হলো আপনি নিশ্চিত পেমেন্ট পাচ্ছেন। তবে অনেক সময় ২১ তারিখ এর পরেও ২২, ২৩, ২৪ তারিখ লেগে যায়। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই।

যদি ২৪ তারিখ পার হবার পরেও আপনার এডসেন্স পেমেন্ট ইনিশিয়েট না হয়ে থাকে তাহলে আপনার উচিত Adsense Payment Issues Troubleshooter ব্যবহার করে চেক করা যে, আপনার একাউন্ট টি Investigation আছে কিনা।

যদি এমন হয় যে, আপনার একাউন্ট টি ইনভ্যালিড একটিভিটি ইনভেসটিগেশনে আছে তাহলে আপনি বুঝে নিবেন যে, আপনি এই পেমেন্ট আপাতত পাবেন না। যতদিন পর্যন্ত না আপনার একাউন্ট এডসেন্স অথরিটি চেক না করে ততদিন পর্যন্ত আপনি পেমেন্ট পাবেন না।

এডসেন্স পেমেন্ট কবে ব্যাংকে জমা হয়?

২১ তারিখে পেমেন্ট পাঠালে পেমেন্ট সাধারনত ২ ৩ কর্মদিবসের মধ্যেই চলে আসে। ইসলামি ব্যাংক সাধারনত ২৩ তারিখেই টাকা জমা করে দেয়। যদি আপনি অনেক বড় এমাউন্ট নিয়ে আসেন তাহলে আপনার থেকে ব্যাংক কিছু ডকুমেন্ট চাইতে পারে সেগুলি জমা দিন।

সাধারনত আপনার ইনভয়েজ কপি করে দিতে হয় ও একটা সি ফরম পূরন করতে হয়। তাহলেই ঝামেলা শেষ। ২ দিনের মধ্যে আপনার টাকা জমা হয়ে যাবে।