কষ্টে আছে সুভাষ বাবু – কবিতা

(Last Updated On: April 23, 2024)

🙁 কষ্টে আছে সুভাষ বাবু 🙁
শামীম হাসান শাকিল

সুভাষ বাবু, সুভাষ বাবু, আছো তুমি কেমন?
তোমার নাকি পান্তা ফুরায়, আনতে নুন লবণ?
মাছ বাজারে তুমি নাকি থাকো দূরে দূরে?
তোমার জ্বালায় ফিরতো মানুষ, বাজার ছাড়াই ঘরে!
দাম চাইতো 700 তুমি কিনতে 800 টাকায়,
বলতা তুমি এই দামে মাছ কিনবে কোন বাবায়!!!
এখন নাকি ধার চাও তুমি, পাঁচশো এক হাজার,
জানতে না তুমি? ধন ফুরাবে, হোক না সে রাজার।
হরেক রকম গুটিবাজি, করসো তুমি নিজে,
এবার ভাবো সত্যিকারের, গুটিবাজী কি যে।
সারাজীবন সবাইকেই দিয়ে গেছো বাঁশ,
এখন নাকি বাশ ডুকছে, পাচ্ছো না আভাস!
এখন নাকি হইসো তুমি, পাক্কা ভিজা বিড়াল,
ভালো যদি থাকতে তুমি, আসতো না এ কাল।
মাথা ঘুরায়? ব্যাথা করে? হচ্ছে এসব কি যে!
কি করেছো, ১০ টা বছর! ভাবো নিজে নিজে।
ফাঁকা বুলি মারসো অনেক, বলে এসপি ডিসি,
এখন তোমায় দেখলে মানুষ, করছে শুধু ছি ছি।
ভাবসো তুমি সারাজীবন, খাবে বসে বসে,
“টাকা পেলেই বিচার হবে” বলবা হেসে হেসে।
কিসের লাগি খাইসো তুমি, হাজার হাজার টাকা,
আর পাবেনা কানাকড়িও, থাকবে পকেট ফাঁকা।
শাকিল নামের শব্দে বলো, আছে এতোই মধু?
যা খুশি তাই বলে বেড়াও, যেনো তোমার বধূ!
প্লেয়ার যদি হয় আনাড়ি, খেলতে অনেক সোজা,
এইবার তুমি খেলাও দেখি, দেখো কতো মজা।
মেন্ডাতলার মনোনয়ন পাইসো অনেক বার,
এবার থামো, নয়তো তুমি খাইবা খালি মার।
ঢাকার প্লট আর কোটি টাকা এসব কিরে ছাগল?
ইউনিয়নের সবাই তোরে ভাবছে এখন পাগল।
ভেবেছিস কি টাকার জোড়ে মনোনয়ন মিলবে?
এত্ত সোজা? কস কি রে তুই! এবার খেলা হবে।
ফুসলি মুসলি আর কতো ভাই, এইভাবে আর কতো,
ফুসছে মানুষ দিনের দিনে,মানুষ আছে যতো।
দুই কোমরে ছিলো পিস্তল, এসব এখন খায়না,
মানুষ এখন বুঝেই গেছে এসব মিথ্যে বায়না।
বাঘ মহিষে খাইতো পানি শুনলে নাম তোমার?
হায় হায় হায়, বুঝেছি এসব গল্প রূপকথার।
অনেক হলো নেতা দেখা, হইসে বয়স অনেক,
ভেবো তুমি হবে কি যে, মানুষ সবাই এক।
যেই টাকা তোর পেটে গেছে, শিওর থাকিস নিজে,
এই খেসারত দিতে হবে, মানুষ খুজে খুজে!
যেই নীতিকে পুজি করে দেখাস ভয়ভীতি,
এইবার তুই বুজবি শালা, কোনটা রাজনীতি! 😉

bonus veren siteler deneme bonusu veren siteler casino siteleri deneme bonusu deneme bonusu veren siteler