বন্ধুরা, আজকে চলুন আলোচনা করা যাক সাধারন কম্টিউটার নিয়ে। আপনি কম্পিউটার বা আইটিতে আগ্রহী হলে আপনাকে সর্বপ্রথম কম্পিউটার সম্পর্কে ভালো ধারনা নিতে হবে। অনেক মানুষ আছে, যারা বছর দুয়েক হয়ে যায় তবও তারা কম্পিউটারের অনেক সাধারন জিনিপপত্র সম্পর্কে জানে না। তাই আমি আপনাদের সর্বপ্রথম প্রাথমিক কম্পিউটার নিয়ে ধারনা দিতে চাই।
কম্পিউটার কিনতে হলে যা জানতে হবেঃ
শুরুতে অনেকের মনে একটা ভুল ধারনা থাকে যে, কম্পিউটটার মানেই হলো একটা বক্স কিংবা অনেকে কম্টিউটার বলতে শুধুমাত্র মনিটরকে বুঝে থাকে। হা হা হা। কিন্তু ব্যাপারটি এমন নয়। মূলত কম্পিউটার এর প্রধার যন্ত্রাংশ হলো সিপিইউ। যা থেকে সমস্ত কাজ সম্পন্ন হয়ে তাকে। নিচে কয়েকটি ছবি দিয়ে দিলাম।
আপনার কম্পিউটার কতটা ক্ষমতা সম্পন্ন হবে তা নির্ভর করে আপনার সিপিইউ এর উপর। আপনি যত আধুনিক ও হাই কনফিগারেশনের পার্টস সেট করবেন তত ক্ষমতাসম্পন্ন হবে। এইবার চলুন একটা সিপিইউ তে কি কি থাকে তা আলোচনা করা যাক।
১। প্রসেসর
২। র্যাম
৩। মাদারবোর্ড
৪। হার্ডডিস্ক
৫। ডিভিডি ড্রাইভ
৬। পাওয়ার সাপ্লাই
৭। ক্যাচিং
মূলত এইগুলির সমন্বয়ে একটি সিপিইউ গঠিত হয়। মনে রাখবেন যে, প্রথম তিনটি যন্ত্রাংশ একটি আরেকটির সাথে মিলিয়ে কিনতে হয়। ধরুন, আপনি অনেক দামি একটা প্রসেসর কিনলেন আর একদম কমদামি একটা মাদারবোর্ড কিনলেন, তাহলে আপনার প্রসেসর কাজ করবে না। কনফিগারেশনে মিল থাকতে হবে। তাহলে ঠিকঠাক কাজ করবে। তাহলে চলুন কম্পিউটার এর যন্ত্রাংশ ও দাম সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক ধারনা দেই।
Computer Pricing Idea:
Dualcour/ Core 2due 1st Generation PC:
Description Price
Mother Board Gigabyte-41 1stgn 5600
Processor Core 2.20Ghz -30ghz 600-1500
Ram 2GB DDR-3 1250-1450
HDD 500gb 3150-3500
Monitor Led 17” square 3950-4150
DVD R/W samsung 1,250
Casing Thermal 1,500-3,000
Normal mouse 100-200
Normal kayboard 230-400
UPS 1200 4800-5400
Microlab M-108 1550
Core i3 4th Generation PC:
Mother Board Gigabyte-81 4thGn 4700-5000
Processor Core i3 3.6ghz 4thGn 8,800-9,200
Ram 2GB DDR-3 1250-1550
HDD 500 GB 3100-3,500
Monitor Led 19” Samsung 7,000
DVD R/W Samsung 1,250
Casing Thermal 1,800
UPS 6200va 2500-2900
Microlab T-MN 1 3,600-3850
Core i5 4th Generation PC:
Mother Board Gigabyte-85 4thGn 5,200-5,900
Processor Core i5 3.6ghz 4thGn 15,000-15,500
Ram 4GB DDR-3 1850-2600
HDD 1tb 3,900-4,200
Monitor Led 22”Dell 11,000-11,400
DVD R/W Samsung 1,250
Casing Thermal 1,500-3,000
Mouse A4tech 260-300
Keyboard A4tech 500
UPS 1200 4800-5400
Microlab M-100 1650
Core i7 4th Generation PC:
Mother Board Gigabyte-90 4thGn 5800-6800
Processor Core i7 3.6ghz 4thGn 28500-29500
Ram 8GB DDR-3 3600-3900
HDD 2tb 5,700-6,200
Monitor Led 22”Dell 11,000-11,400
DVD R/W Samsung 1,250
Casing Thermal 1,500-3,000
Mouse A4tech 260-300
Keyboard A4tech 500
UPS 1200 4800-5400
Microlab M-100 1650
তবে মনে রাখবেন, নতুন হিসাবে আমি আপনাদের পরামর্শ দিবো যে, আপনি সর্বনিম্ন কোর-আইথ্রি কম্পিউটার টি কিনবেন। কারন এর আগের মডেলগুলি সাধারনত কম ক্ষমতা সম্পন্ন। দিন দিন অনেক উন্নত যন্ত্রাংশ আবিষ্কার হচ্ছে। তাই অন্তত কোর আইথ্রি দিয়ে শুরু করলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। আপনার যদি আর্থিক সামর্থ না থাকে তবে আপনি সেকেন্ড হ্যান্ড পিসি দিয়েও শুরু করতে পারেন। ৮০ ভাগ ক্ষেত্রেই সেকেন্ড হ্যাড পিসিতে কোন সমস্যা থাকে না। তবে কিনার সময় যাচাই বাছাই করে কিনবেন।