আমি শামীম হাসান শাকিল। ডাক নাম শাকিল। আমি নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় আমার নিজ গ্রামে থাকি। কিছুদিন আগে অনার্স পরীক্ষা শেষ করলাম । আমি 2009 সালে এস এস সি এবং 2011 সালে এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ন হয়েছিলাম। যদিও আমি একটা জঘন্য ছাত্র। পরীক্ষার ৩ মাস আগে বই পড়া শুরু করি। এর আগে বই পড়ার সময় হয় না আমার 😀
২০০৯ সালে সর্বপ্রথম অনলাইনের সাথে যুক্ত হই। প্রচন্ড আগ্রহ থেকে ফ্রিলান্সিং শিখেছিলাম। ২০১৩ সালে আমার সর্বপ্রথম অনলাইন থেকে আয় হয়। মাত্র ৬ মাস ফ্রিলান্সিং করার পর আমি ফ্রিলান্সিং ছেড়ে দেই।কারন আমার সবসময় ইচ্ছা হয় স্বাধীনভাবে ব্যবসা করার। তার পর নিজের অনলাইন বিজনেস শুরু করি ২০১৬ সালের ফেব্রুয়ারীতে।
আমার সবচেয়ে বড় ব্যাপার হলো আমি স্বাধীনভাবে থাকতে পছন্দ করি। কেউ আমার উপর কোন কিছু নিয়ে জোর করতে পারে না। সে ভাবনা থেকেই মূলত ফ্রিলান্সিং বা অনলাইন বিজনেস এর সাথে সম্পৃক্ততা। কম্পিউটার এর প্রতি ভীষন আগ্রহ। অনলাইন নিয়ে থাকতে পছন্দ করি। আমি এক কথায় অনলাইন ছাড়া কোন কিছুই বুজি না। সর্বোচ্চ ২৪ ঘন্টা অনলাইন থেকে দূরে থাকতে পারি। এর বেশি হলে দম বন্ধ হয়ে যায়।
আমি অনেক গুলি কোর্স করে ফ্রিলান্সিং ব্যাপারটি আয়ত্ব করেছিলাম। আমার সর্বপ্রথম কোর্স ছিলো এস ই ও। ক্রিয়েটিভ আইটিতে এই কোর্সটি করি। তার পর ডেভসটিমে শিখলাম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলাপমেন্ট। শুধু তাই নয় আমি গ্রাফিক্স ডিজাইনিং এর উপরও একটা কোর্স করি। পরে ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর কোর্স করি। সবশেষ একাডেমিক কোর্স ছিলো ই-মেইল মার্কেটিং। এই হলো আমার কোর্স অধ্যায়। তার কয়েকমাস পর আর আর ফাউন্ডেশন এর স্পেশাল কোর্স এ অংশগ্রহন করি। কুষ্ঠিয়া ৩ মাস থেকে এ কোর্সটি করার পর সর্বপ্রথম আয় শুরু হয়। তার পর যা শিখেছি তা সব গুগল আর ইউটিউব থেকে।
আমি যখন ফ্রিলান্সিং করতাম তখন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলাপার হিসাবে কাজ করতাম। ব্লগিং করি মাঝে মাঝে। শখের বশে। ইউটিউব ভিডিও চ্যানেল ও আছে একটা। মাঝে মাঝে শিক্ষামূলক ভিডিও শেয়ার করি। এখন আমি কয়েকটা ওয়েবসাইট এর ফাউন্ডার।
আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। তাই নিজ গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না। ঢাকা শহর একদম ভালো লাগে না। জ্যাম, হর্ন, ধুলাবালি, পানির কষ্ঠ, চিটার বাটপারদের কারনে আমি গ্রামকে থাকার যায়গা হিসাবে বেছে নিয়েছি। নির্মল বাতাস, সবুজের মাঝে থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। মাঝে মাঝে ঢাকা গেলে বুঝতে পারি যে, আমি আমার গ্রামে কত ভালো জীবন যাপন করছি। গ্রামে মাটির গন্ধ আমাকে পাগল করে দেয়। এক কথায় গ্রাম পাগল ছেলে আরকি। যদিও গ্রামে ইন্টারনেট সমস্যা এখনো সমাধান হয় নাই তবে খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন গ্রামীন থ্রিজি ব্যবহার করি।
আমি ব্যক্তিগত ভাবে খুব সৎ। মানুষের ক্ষতি করতে একদম চাই না। কারো ক্ষতি হউক এমন কোন কাজও করি না। নিজেকে সৎ বলছি কারন আমি জানি আমি যথেষ্ঠ সৎ থাকার চেষ্ঠা করি। তবে মানুষ ভুলের উর্দ্বে নয়।
আর প্রেম ভালোবাসা? আরে ধুর। এসব বলার দরকার নেই। সব কিছু মিলিয়ে আবেগের বয়স পার করে আসছি। তাই এখন এসব করার সময় নাই। অলটাইম বিজি। যখন সময় হবে একটা ভালো মনের মানুষ খুজে নেবো। 🙂
শখের বশে ফটোগ্রাফি করি। কম্পিউটার এর যন্ত্রপাতি কিনতে ভালো লাগে। আত্ননির্ভরশীলতা ভালো লাগে সহজ কথায়। আপাতত শামীম হাসান শাকিল সম্পর্কে আর কিছু বলার নেই।
সবাই ভালো থাকবেন।
ফেসবুকে আমি Shamim Hasan