আজ ১১-১২-১৩. আমার এই বাংলা ব্লগের জন্মদিন।

আমি সত্যিই খুব আনন্দিত যে আমার বাংলা ব্লগটি আজ একটি স্পেশাল দিলে জন্ম নিলো। জীবনের সবচেয়ে খারাপ সময় যদিও পার করছি তারপরেও বিভিন্ন উৎসাহমূলক কাজের মাধ্যমে নিজেকে চিন্তা থেকে মুক্ত রাখতে চেষ্ঠা করছি। আশা করি নিজের ভিতরে লুকিয়ে থাকা না বলা কথাগুলু আজ থেকে সবার সাথে শেয়ার করতে পারব। এতে আমি ‍ও আনন্দ পাব । আর তার সাথে আপনারা ও পাবেন একটা ব্লগ যেখান থেকে আপনি শিখতে পারবেন কিখাবে জীবনের চরম হতাশার সময়গুলুকে অতিক্রম করে জীবনে সফল হওয়া যায়।

আজ সে (মানে সে) পাশে নেই। কোন দিন আশার সম্ভাবনাও নেই। শুধু নিজের কাছে আছে শুধু বেচে থাকার চেষ্ঠা। ভাল খাকা আর না থাকা অনিশ্চিত । তবে আমি তো আমার মতো চেষ্ঠা করেই যাব। শেষ পর্যন্ত পরবো, ইনশাআল্লাহ।

Tagged as: